পায়েল/ কাকলি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে বেরিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সূচি মেনেই রবিবার একমাসের উত্তরবঙ্গ সফরের জন্য দার্জিলিং পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকর। আর এরপরেই শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। রাজ্য রাজ্যপাল সংঘাতের মাঝেই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জেলাশাসক, এসপিকে কড়া বার্তা রাজ্যপালের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন আইনের পথেই চলবে।রাজনীতি নিয়ে আমার আগ্রহ নেই। আমি শুধু সংবিধানের কথা বলি’। এর পরেই রাজ্য পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজ্যপাল বলেন, ‘ রাজ্য কার্যত পুলিশ-রাজ্যে পরিণত হয়েছে । সবেতেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে’।
এরপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগিয়ে রাজ্যপাল বলেন, ‘ আমি সরকারের সঙ্গে ঝগড়া করছি না। সরকার আমার সঙ্গে ঝগড়া করছে। আমি কারও বিরুদ্ধে নই। কিন্তু, আমি সেই প্রতিটি মানুষের বিরুদ্ধে যারা সংবিধানের বাইরে গিয়ে কাজ করেন। সরকারি কর্মীরা এখন এরাজ্যে রাজনৈতিক যোদ্ধা। দার্জিলিংকে ঠান্ডা বা গরম করতে নয়, আমি দার্জিলিং- এ আমার কার্যালয়ে যাচ্ছি। এই সফরকালে বিভিন্ন ব্যক্তি, সম্প্রদায়সহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে। উত্তরবঙ্গের পরিস্থিতি বোঝার চেষ্টা করতে’।