পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর, কীভাবে ঘটনা ঘটল, স্থানীয় প্রশাসনের কতটা তত্পরতা ছিল, এ সব নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।
তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট। তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে, জানাল দমকল। থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট। ‘দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে’, জানালেন বীরভূমের পুলিশ সুপার। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব, দাবি স্থানীয় সূত্রের। ‘বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১০ জনের’, দাবি স্থানীয় সূত্রে।
তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট। তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে, জানাল দমকল। থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট। ‘দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে’, জানালেন বীরভূমের পুলিশ সুপার। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব, দাবি স্থানীয় সূত্রের। ‘বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১০ জনের’, দাবি স্থানীয় সূত্রে।