- ভোটের আগে গিমিক শো, রামমন্দির ইস্যুতে মমতার আক্রমণ
কলকাতা, পশ্চিমবঙ্গ: সোমবার অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। ২২ জানুয়ারি সেই অপেক্ষার অবসান হতে চলেছে। রাম মন্দিরের উদ্বোধন লোকসভা ভোটের আগে ভিন্ন মাত্রা যোগ করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর রাম মন্দিরের বিরুদ্ধেই। এবং গণতান্ত্রিক দেশে মমতা সরাসরি সেই বিরোধিতা করেন।
রাম মন্দিরের উদ্বোধন যে সকল সনাতনীদের গৌরব তার পথে নেই মমতা। বরং রাম নামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলার্জি আছে। রাম নাম শুনলেই তিনি তেলেবেগুনে জ্বলে উঠেন অথবা তেড়ে যান।
তিনি বলেন, “রামমন্দিরকে ‘ভোটের আগের গিমিক শো’। মঙ্গলবার জয়নগরে সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রামমন্দির প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘ধর্ম যাঁর যাঁর নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবার কথা বলে, একতার কথা বলে। আপানারা করছেন করুন না, কোর্টের আন্ডারে ভোটের আগে একটা গিমিক শো করবেন বলে, আমাদের কোনও আপত্তি নেই তো। তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারও কাজ নয়।
তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূলের সরকার যতদিন থাকবে, আমি শপথ করে বলছি, মনে রাখবেন আমি কোনও দিন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, তফশিলি-আদিবাসীদের মধ্যে ভাগাভাগি করতে দেব না।’
রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকে। তাঁরা কেউ ২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন না।
এর পাশাপাশি রাম মন্দিরের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ তারিখ কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা।