কমিউনিটি নিউজ : যুক্তরাজ্যে বসবাসরত লক্ষীপুর জেলার রায়পুরবাসীর ঐতিহ্যবাহী সংগঠন “রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে গত ২রা জানুয়ারী রোজ সোমবার সম্পন্ন হলো “পিঠা উৎসব ও বর্ষবরন ২০২৩”। “প্রাণের টানে – হৃদয়ের বন্ধনে” এই শ্লোগানে আমাদের শুভযাত্রা।
পূৰ্ব লন্ডনেৱ আপটোন পাৰ্কস্থ “পার্কভিউ ভ্যান্কুইটিং হলে” সংগঠনের সভাপতি জনাব জাকিৱ হোসাইন এৱ সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নজৱুল ইসলাম সুমনেৱ পৱিচালনায় অনুষ্ঠিত সভাৱ শুৱুতে পবিত্ৰ কুৱআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি মোঃ কাওছার।
অনুষ্ঠানে আমাদের নতুন প্রজন্ম প্রিয় সোনামনিদের জন্য কোরআন তেলাওয়াত, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এই প্রতিযোগীতা অংশ গ্রহন করে ও পুরস্কৃত হয়ে বাচ্চারা আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে। এছাড়াও ছিলো ভাবীদের তৈরী বিভিন্ন স্বাদের বাহারি পিঠার আয়োজন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নুরুল আমিন, জনাব সাহাব উদ্দীন মানিক সহ অন্যান্য কমিউনিটি ব্যক্তিত্ব।
এছাড়া ও কাৰ্যনিৰ্বাহি পৱিষদেৱ সিনিয়ৱ সহ সভাপতি ব্যাৱিষ্টাৱ আকবৱ বিন সিদ্দিক, সহ সভাপতি মোহাম্মদ মোঃ মোঃ কাওছার, যুগ্ন সাধাৱন সম্পাদক মাহবুব আলম খান, সহ সাধাৱন সম্পাদক আমিনুৱ ৱহমান ভুইয়া, অৰ্থ সম্পাদক জনাব শিমুল পাটওয়াৱী, সহ অৰ্থ সম্পাদক ফাৱুক আহমেদ, প্ৰচাৱ সম্পাদক আব্দুল হান্নান, ক্ৰীড়া সম্পাদক আনোয়াৱ হোসেন মিটু পাটওয়াৱী। এছাড়াও কাৰ্যকৱি সদস্য জনাব জামাল হোসেন জুয়েল, মাহফুজুল ইসলাম ও আৱিফুল ইসলাম চৌধুৱী, জনাব আনোয়ার হোসেন। আরো উপস্হিত ছিলেন জনাব মোতালেব খান, ইয়াসিন বিন সিদ্দিক, সাইফুল ইসলাম সহ রায়পুর বাসী।
ৱায়পুৱ সোসাইটি ইউকে সংগঠনটি ৱায়পুৱেৱ জনসাধাৱনেৱ কল্যানে কাজ কৱাৱ লক্ষে গঠিত একটি অৱাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন।
সভায় অতিথিগন বক্তব্য প্ৰদান কৱেন এবং মানবতার কল্যানে সংগঠনের অগ্রগতি কামনা করেন। সমস্ত মুসলিম উম্মাহৱ শান্তি কামনা কৱে দোয়া পরিচালনা করেন হাফেজ মাকসুদ খান।