শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

রোজার শিক্ষা নিয়ে শান্তিপূর্ণ কমিউনিটি গড়ে তোলা সম্ভব: ডঃ আব্দুল বারী

পূর্ব লণ্ডন, যুক্তরাজ্য: অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্য দিয়ে পালিত হয়েছে যুক্তরাজ্যে বসবাসরত টাঙ্গাইলবাসীদের বৃহত্তম সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল। সদস্যদের অংশ গ্রহণের সুবিধার্থে দুই দিন ভিন্ন ভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উভয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বাসিন্দা ব্রিটেনের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্যারেন্টিং কন্সাল্টেন্ট ডক্টর মুহাম্মদ আব্দুল বারী।

পূর্ব লন্ডনের ম্যানর পার্কস্থ লন্ডন ভ্যানুতে গত ৯ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত হয়েছে একটি ইফতার ও দোয়া মাহফিল। হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও মোঃ নাজমুল হক খানের পরিচালনায় অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট মীর নাজমূল করিম মুক্তা। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসহাক মিয়া, মির্জা রফিকুল ইসলাম, মিয়া রাঙা, মাখন মিয়া, অধ্যাপক মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ সেলিম খান, শিবলী খোশনোবিশ, মাসুদ রানা, আব্দুস সবুর, ইউসুফ তালুকদার, তানিয়া খানসহ আরো অনেকে।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ মুহাম্মদ আব্দুল বারী বলেন, রোজা আমাদের যে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয় তা কাজে লাগিয়ে আমরা সমাজে ও পরিবারের সুখ ও শান্তি বয়ে আনতে পারি। এই রমজানের শিক্ষার থেকেই আমরা সকল প্রকার হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সাথে কাজ করার মাধ্যমে ঐক্যবদ্ধ শক্তিশালী মুসলিম উম্মাহ গড়ে তুলতে সক্ষম হবো।

রোববার ব্রিটেনে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক সদস্য ৯ এপ্রিল রোবারের ইফতার মাহফিলে উপস্থিত হতে না পারায় ১১ এপ্রিল মঙ্গলবার আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র নেতৃবৃন্দ। ওই দিন পূর্ব লন্ডনের বার্কিং রোডের রিয়নস লেবানিজ রেস্টুরেন্টে আরেকটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনের মুসলিম কমিউনিটির বিশিষ্ট লেখক, কলামিস্ট, ইসলামী চিন্তাবিদ ডক্টর মুহাম্মদ আব্দুল বারী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও অতিথিদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন মনোয়ার মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এডভোকেট ইফফাত আরা রোজী, শামসুল আলম তালুকদার তারেক ও সৈয়দ আব্দুল আহাদ সবুজ।

সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউহামের কাউন্সিলর মুজিবর রহমান, টাঙ্গাইল কাগমারী মাওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যাপক শামসুল হুদা। পারেন্টিং এবং রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্রিটেনের মুসলিম কমিউনিটির বিশিষ্ট লেখক, কলামিস্ট, ইসলামী চিন্তাবিদ ডক্টর আব্দুল বারী। তিনি তার বক্তব্যে বলেন, আমরা আমাদের ছেলে মেয়েদের ছোট বেলা থেকে যে রোজা রাখার শিক্ষা দিয়ে থাকি, সেই সংযম ও ত্যাগের শিক্ষা তারা সমাজে ও রাষ্ট্রে প্রতিফলিত করতে পারে। আর এর মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। আর একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ ও সমাজ গড়ে তুলতে পরিবারের, সমাজের ও প্রতিবেশিসহ সবার সাথে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা দরকার। রমজানের সংযমের শিক্ষা নিয়ে আমরা অপরের সাথে বিদ্বেষ দূর করতে পারি এবং শান্তিপূর্ণ কমিউনিটি গড়ে তুলতে পারি। অনুষ্ঠান শেষে ইফতারের আগে দোয়া ও মোনাজাত করেন অরুন খান।

প্রাণবন্ত ও শান্তিপূর্ণ উক্ত ইফতার ও দোয়া মাহাফিলে শিশু কিশোরসহ ইউকে প্রবাসী টাঙ্গাইলবাসী ও টাঙ্গাইল জেলা সমিতির নেতৃবৃন্দ স্বপরিবারে অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লন্ডনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

ওই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আমিনুল ইসলাম সহিদ, আব্দুল আওয়াল, এখলাসুজ্জামান খান টুটুল, ইউনুস মিয়া, সাইফুর রহমান টিটু, সামশ তালুকদার তানজিল, নাজমুল আলম রাজীব, ইমামুল হাসান সুমন, মামুন, ইমরুল আহাসান ও শাম্মী হুদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *