মহান বিজয় দিবস উপলক্ষে রোববার রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রোববার বেলা ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় র্যালি শুরু হবে। দলীয় নেতাকর্মীদের দুপুর একটার আগেই দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

