শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষুব্ধ চীন

রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

ঢাকার চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে। যাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মন্তব্য ‘অসঙ্গত এবং গঠনমূলক নয়’।

ভারত ও বাংলাদেশ সফর শেষে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান মন্তব্য করেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন দুর্ভাগ্যজনকভাবে খুব কম ভূমিকা রেখেছে।

চীনা দূতাবাস জানায়, বিগানের এই সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের দিকে নজর দেয়া উচিত, এমনটাই সবার প্রত্যাশা ছিল। কিন্তু তিনি বাংলাদেশ ছাড়ার আগেই চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ আনা শুরু করেন।

ওই পোস্টে আরও বলা হয়, চীন-ভারত সীমানা সংঘাত, তাইওয়ান নিয়ে উত্তেজনা, দক্ষিণ চীন সাগর ইস্যু এবং হংকংয়ের জাতীয় নিরাপত্তাও টেনে নিয়ে আসেন বিগান। যেগুলো নিয়ে বাংলাদেশের কিছু করার নেই।

চীনা দূতাবাস জানায়, এ ধরনের আচরণ কেবল কূটনৈতিক প্রটোকলের মারাত্মক লঙ্ঘনই নয়, বাংলাদেশের জন্যও বড় ধরনের অসম্মান। যারা এ সফরের আয়োজক দেশ এবং শান্তিকামী জাতি, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এবং কারও প্রতি বিদ্বেষ পোষণ করে না।

২০ অক্টোবর ওয়াশিংটনে বিগানের প্রেস ব্রিফিংয়ের সমালোচনায় চীনা দূতাবাস আরও বলে, যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের গভীর উদ্বেগ, সেখানে চীনের সমালোচনা করা কূটনীতিক আচরণের লঙ্ঘনেরই ধারাবাহিকতা। উৎসঃ দেশ রূপান্তর

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *