শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে উখিয়া ক্যাম্পে গুলি করে হত্যা

গুলি করে হত্যা করা হল রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে। বুধবার কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে নিহত হন তিনি।

স্থানীয় সূত্রে খবর, এশার নামাজের পর ক্যাম্পে নিজ অফিসে ছিলেন মুহিবুল্লাহ। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তিনটি গুলি তার বুকে লাগে। পরে তাকে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন মুহিবুল্লাহ।

২০১৯ সালের ২২ অগাস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ। একই বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত্‍ করে ১৭ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে ২৭ জন প্রতিনিধি অভিযোগ দেন মুহিবুল্লাহ ছিলেন তাদের একজন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *