আরাকান নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন অতি সন্নিকটে। রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরাতে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে সাহায্যকারী দেশ হিসেবে চীন কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চীনা দূতাবাসের অর্থায়নে চিকিৎসা সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিশ্ব সম্প্রদায়কে প্রত্যাবাসন ইস্যু নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ইয়াও ওয়েন বলেন, ইতিমধ্যে মিয়ানমারে গো এন্ড সী ভিজিট অনুষ্ঠিত হয়েছে। পর্যবেক্ষণ শেষে কিছু রোহিঙ্গা বলেছেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নেই। কিন্তু তারা তো আর বাংলাদেশে সারাজীবন থেকে যেতে পারবে না। তারা যেন সহজে ফিরে যেতে পারে সেই পথ বের করতে হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কাজ করছে। পুরো আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে চীনের সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইয়াও ওয়েন।