শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

র‌্যাংকিং থেকে ১৯ দেশকে বাদ দিল আইসিসি

ম্যাচ কম খেলার কারণে টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা থেকে ১৯টি সহযোগী সদস্য দেশকে বাদ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৯ সালের মে মাস থেকে গত তিন বছরে ন্যুনতম ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় দেশগুলো র‍্যাংকিং হারিয়েছে।

বুধবার বার্ষিক হালনাগাদে সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। এতে রয়েছে ৭২টি দেশ। আগে ছিল ৯১টি দেশ।

এই ১৯ দেশের মধ্যে ১১টি শুধু তাদের র‍্যাংকিং হারিয়েছে তবে রেটিং এখনো আছে। কারণ, উল্লিখিত সময়ের মধ্যে অল্প কিছু ম্যাচ খেলেছে তারা। মেক্সিকো, ফিলিপাইল ও আইল্যান্ড অব মান পাঁচটি করে ম্যাচ খেলেছে। তাই তারা আর একটি ম্যাচ খেললেই র‍্যাংকিংয়ে ঢুকে যাবে।

ফ্রান্স, পেরু, হাঙ্গেরি, সামোয়া, ব্রাজিলম চিলি ও তুরস্ক চারটি করে ম্যাচ খেলেছে। তাই তাদের প্রয়োজন আর দুই ম্যাচ। ভুটান আর চারটি ম্যাচ খেললে ঢুকে পড়বে র‍্যাংকিং সিস্টেমে।

কিন্তু ফিজি, কোস্টারিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, সেইন্ট হেলেনা, চীন, ইন্দোনেশিয়া ও মিয়ানমার কোনো ম্যাচই খেলেনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *