কলকাতা: করোনা আবহে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেড়েছে কার্যত লকডাউনের সময়সীমা। আজ ১৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও গতকাল নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অপরদিকে লকডাউন সফলতায় অত্যন্ত কড়া প্রশাসন । যাতে শহরবাসী সঠিকভাবে লকডাউন পালন করে তার জন্য মঙ্গলবার শহরজুড়ে মাইকিং কলকাতা পুলিশের।
বেশ কিছুদিন আগেই অত্যন্ত হারে বেড়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। এরপরেই ফের রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ আরোপ করে রাজ্য সরকার । বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এখনও চলছে সেই কার্যত লকডাউন। লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস ও মেট্রো পরিষেবা। যদিও অপর দিকে বাজার, দোকান খোলা রাখার ক্ষেত্রে বেধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। জরুরী পরিষেবা ছাড়া রাস্তাঘাটে সাধারণ মানুষকে বেরোতে বারণ করা হচ্ছে। তবে, সেই সমস্ত বিষয়ে কড়া নজর কলকাতা পুলিশের। প্রতিনিয়ত শহরবাসীকে করোনা সচেতনতায় শহরবাসীকে সচেতন করা থেকে মাস্ক বিলি সবটাই করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। মঙ্গলবার উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় কলকাতা পুলিশের তরফে চালানো হয় মাইকিং। মাইকিং করে বিনা কারণে রাস্তায় বেরোনো থেকে সঠিক সময় বাজার বন্ধ করে দেওয়ার জন্য এমনকি শহরবাসীকে মাস্ক পরার জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফে।