দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাট হাতে নামতেই ২ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। ওপেনার লাহিরু থিরিমান্নে ও ওয়ান ডাউনে নামা ওশাদা ফার্নান্ডোকে হারিয়ে দিন শেষে মাত্র ১৭ রান তুলেছে তারা। কিন্তু তারপরও ২৫৯ রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
যদিও স্বাগতিকরা কাজের কাজটি প্রথম ইনিংসেই করে রেখেছে। ৭ উইকেটে ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে প্রবীণ জয়াবিক্রমের ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষ বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে দেয় লঙ্কানরা। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই ৩২ ওভার হাত ঘুরিয়ে ৭ মেডেন ও ৯২ রান দিয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন প্রবীণ জয়াবিক্রম।
এদিকে শ্রীলঙ্কার এখন যে লিড। তাতে চতুর্থ দিনে বাড়তি একশ রান যোগ করলেই বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তখন হার এড়ানোই কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য। কেননা উইকেট এখন বোলিং সহায়ক হয়ে পড়েছে। চতুর্থ ইনিংসে এই উইকেটে ৩৫০ রান করা সংগ্রহ করাটা এখন অনেকটাই অসম্ভব।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ ডিক্লে. দ্বিতীয় ইনিংস- ৭ ওভারে ১৭/২ (করুণারত্নে ১৩, ম্যাথুজ ১);
বাংলাদেশ: ১ম ইনিংসে ৮৩ ওভারে ২৫১/১০।