শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

লন্ডনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

লন্ডনে করোনা সংক্রমণের বাধা নিষেধের বিরুদ্ধে জনগণ বিক্ষোভে অংশ নিলে, পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। লন্ডনের মেয়রের হুঁশিয়ারি যে, নুতন সংক্রমণ রোধে, আরো করা নিষেধাজ্ঞা বলবদ করা হবে, এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয়।

ট্রাফালগার স্কয়ারে কয়েক শত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ চেষ্টা চালালে, জনতা ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়I প্রতিবাদকারীরা ” THIS IS TYRANNY ” বা ‘এটা এখন অত্যাচার’ প্ল্যাকার্ড বহন করে ‘স্বাধীনতা, স্বাধীনতা’ স্লোগান তুলছিলেন।

ব্রিটেন সরকার করোনা মহামারীর উর্ধগতি থামাতে, এ সপ্তাহে ৬ জনের অধিক লোকের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *