শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

লন্ডনে সমাবেশে অংশ নেয়ায় সুনামগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জামালপাড়ার ব্রিটেন প্রবাসী মারুফ আহমদের বাড়িতে হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। ১০ জুলাই বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে। এতে মারুফের বাবা ও ভাই মারাত্নক আহত হয়।
জানা যায়, গত ৮ জুলাই সোমবার ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী করিডোর চুক্তি বাতিলের দাবিতে মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) এর উদ্যোগে যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। লন্ডনের ওই সমাবেশে জামালপাড়ার মারুফ আহমদ অংশ নেয়। অংশ নিয়ে সে তার ফেইসবুকে ওই সমাবেশের ছবি ও খবর প্রচার করে।
ফেইসবুকে ইআরআইয়ের সমাবেেেশর ছবি পোস্ট করার ঘন্টা খানিক পর বাংলাদেশে মারুফের আব্বার কাছে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে সকাল ১০টার দিকে কল যায়। অজ্ঞাতনামা ওই ব্যক্তি জানতে চায় আপনার ছেলের ওই পোস্টের মানে কি ? তার জবাবে মারুফের বাবা তাকে জানায়, উনি কিছু জানে না ওই বিষয়ে। তারপর মারুফের বাবাকে ওই ব্যক্তি জানায়, মারুফ যেনো অতি শীঘ্রই ওই পোস্ট ডিলিট করে দেয়। সাথে এটাও জানিয়ে দেয়, মারুফ যদি ওটা ডিলিটা না করে তবে তারা মারুফের পরিবারের উপর হামলা করবে।
ওই ফোনের পর বিকেলে মোটরসাইকেল যোগে ১০/১২ জন মারুফদের বাসায় করে ভাংচুর করে। সে সময় মারুফের ভাই ও বাবা বাধা দিলে তাদেরকেও মারধর করে আহত করে।
স্থানীয় বিশ^স্থসূত্রে জানা যায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল আহমেদ এর কাছ থেকে ১০ জুলাই মারুফের বাবা মুজিবর রহমানের কাছে অজ্ঞাতনামা কলটি গিয়েছিল। আর তারপরই মারুফের বাসায় ভাংচুর ও তার পরিবারের সদস্যদের আহতের ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *