সংস্কৃতি প্রতিবেদক: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিত্রশিল্পী লিটন কর-এর একক চিত্রপ্রদর্শনী ‘নারী, মহাবিশ্ব –তার অন্তহীন অসীমতা’। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬টায়।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী অধ্যাপক ফারিদা জামান, মোঃ মাহবুবুর রহমান (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, সিটি ব্যাংক পিএলসি), মাহরুখ মহিউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড) এবং পর্বতারোহী নিশাত মজুমদার।
প্রদর্শনীতে লিটন কর নারীর আত্মিকতা, স্মৃতি ও মহাজাগতিক অবস্থানকে বিশ্লেষণধর্মী ও কাব্যিক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। ২৫টি বৃহৎ আকারের তেলচিত্রে নারীরা শুধু অবয়ব নয়—তাঁরা প্রকৃতি, স্বপ্ন ও উত্তরাধিকারী স্মৃতিতে নিহিত এক শক্তিমান ও মৌলিক সত্তা হিসেবে ফুটে উঠেছেন। শিল্পকর্মে বাস্তবতা ও কল্পনার সংমিশ্রণ, থিয়েটারধর্মী গল্প বলার কৌশল এবং সামাজিক বাস্তবতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
লিটন কর ১৯৭৪ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় শিক্ষা লাভ করেন। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘Shade’ এবং ‘Italic’ নামের দুটি সৃজনশীল সংস্থা, যেগুলো চলচ্চিত্র, ডিজাইন ও মিডিয়াতে কাজ করে। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ICU (I See You)’ ২০২২ সালে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।
প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে ‘ICU (I See You)’ চলচ্চিত্রটি উদ্বোধনী ও সমাপনী দিনে বিকাল ৫:৩০ মিনিটে প্রদর্শিত হবে। পাশাপাশি, ১৯ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টায় ‘Post Office Society’ ব্যান্ডের সরাসরি সংগীত পরিবেশনা প্রদর্শনীকে একটি সমন্বিত সাংস্কৃতিক অভিজ্ঞতায় রূপ দেবে।
প্রদর্শনী চলবে ২৬ জুলাই পর্যন্ত, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী অভ্যন্তরীণ সংস্কৃতি সচেতন দর্শকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে বলে আশা করা হচ্ছে।