শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

লেপার্ডকে পিটিয়ে মেরে পোজ দিয়ে ছবি, গ্রেফতার ৬

গুয়াহাটিতে লেপার্ডকে পিটিয়ে হত্যার ঘটনায় কমপক্ষে ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে একজন নাবালক।

গারচুক থানার আইসি ধীরেন্দ্র কলিতা বলেন, ‘লেপার্ড হত্যার অভিযোগে আমরা পাঁচ ব্যক্তি এবং এক নাবালককে গ্রেফতার করেছি। সেই ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে তদন্ত চলছে।’ তিনি জানান, নাবালককে হোমে পাঠানো হয়েছে।

রবিবার ভোরের দিকে লেপার্ডকে ধরে ফেলেন গুয়াহাটির কাথাবারি এলাকার মানুষজন। অনাহারে লেপার্ডটি দুর্বল ছিল। বন দফতরের এফআইআর অনুযায়ী, সকাল সাড়ে ন’টায় স্থানীয়রা সেই লেপার্ডটিকে হত্যা করে। তারপর লেপার্ডের দাঁত এবং নখ উপড়ে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, রীতিমতো মৃত লেপার্ডকে নিয়ে প্যারেড করছে স্থানীয়রা। উল্লাসের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

তবে রবিবারের ঘটনা কোনও বিচ্ছিন্ন নয়। গত মার্চে জোরহাটে এক লেপার্ডকে খুন করা হয়েছিল। অপর একটি ঘটনায় গোলাঘাট জেলায় তিন লেপার্ডকে হত্যা করা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *