চলতি মাসের শুরুতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিকটবর্তী বন্দরের কাছে থাকা বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এতে নৌবাহিনীর অন্তত ২১ জন সদস্য আহত হয়েছেন।
বিএনএস বিজয় নামের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে অংশ নিয়ে জাহাজটি সেখানে অবস্থান নিয়েছিল। ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটি এখনও সেখানেই অবস্থান করছে।
ক্ষতিগ্রস্ত জাহাজটি মেরামত করবে তুরস্ক। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতথ্য দিয়েছে তুরস্কের শীর্ষ সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি।
মন্ত্রণালয়ের একটি টুইট তুলে ধরে বলা হয়, বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় তুরস্কে নিয়ে আসা হচ্ছে। তুরস্কের নৌবাহিনীর সুবিধার অধীনে বিএনএস বিজয়ের প্রয়োজনীয় সংস্কার করা হবে।
উল্লেখ্য, গত ২০১০ সাল হতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বর্তমানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয় ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।





