শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

শক্তিপীঠ কামাখ্যাধামে অম্বুবাচির সমাপন, পারম্পরিক রীতিনীতি মেনে খুলল মন্দিরের কপাট

গুয়াহাটি (হি.স.): নীরবে শেষ হলো নীলাচলপাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামের অম্বুবাচি পার্বণ। শুক্রবার পারম্পরিক ধর্মীয় রীতিনীতি মেনে খুলেছে মন্দিরের কপাট। কামাখ্যার ইতিহাসে এই প্রথম ভক্তকুলের অনুপস্থিতিতে নীলাচলে অনুষ্ঠিত হয়েছে অম্বুবাচি।

বৃহস্পতিবার রাত ৮টা ১৬ মিনিট ৫৫ সেকেন্ডে নিবৃত্তি হয়ে যাওয়ার পর আজ সকালে ধর্মীয় আচার-রীতি-নীতির পালনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয় মায়ের মন্দিরের কপাট। খুব কম সংখ্যক সেবাইতের উপস্থিতিতে এবার অম্বুবাচি পালন করা হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসের ২০ তারিখ থেকে মায়ের মন্দিরের কপাট দর্শনার্থীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আজও দর্শনার্থীদের জন্য বন্ধ। মায়ের নিত্যপুজোও খুব কমসংখ্যক পূজারির উপস্থিতিতে সম্পন্ন করা হচ্ছে।  অম্বুবাচির ধর্মীয় রীতিনীতি পালনের পর শুক্রবার থেকে মার নিত্যপূজা যেভাবে চলছিল সেভাবে চলবে।

প্রসঙ্গত আগামী ৩০ জুন পর্যন্ত ভক্তদের জন্য দেবী কামাখ্যা মন্দির বন্ধ থাকবে বলে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ৩০ তারিখের পর মন্দির  খোলা হবে না বন্ধ থাকবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানিয়েছেন মন্দির পরিচালন সমিতির কর্মকর্তারা। কেননা, আগামী ২৮ জুন মধ্যরাত থেকে গুয়াহাটিতে ফের জারি করা হয়েছে লকডাউন। তাই লকডাউনের আবহ না কাটা পর্যন্ত এখনও মন্দির খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না সমিতি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *