ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা শাবনূর ৪২-এ পা রেখেছেন। জীবনের ৪১ বসন্ত পেরুনো বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা এখনও কোটি ভক্তের ক্র্যাশ। এখনও কোটি পুরুষের স্বপ্নের নায়িকা তিনি।
১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর জন্মগ্রহণ করা শাবনূরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। রুপালি পর্দায় পরিচালক এহতেশাম তার নাম বদলে রাখেন শাবনূর। তিন ভাইবোনের মধ্যে শাবনূর সবার বড়। তার ছোট বোন ঝুমুর ও ভাই তমালও পরিবারসহ অস্ট্রেলিয়ায় থাকেন। তার বাবার নাম শাহজাহান চৌধুরী।
২০১২ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী পাত্র অনিক মাহমুদকে বিয়ে করেন কোটি পুরুষের স্বপ্নের রানী শাবনূর। বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সে দেশের নাগরিকত্ব পান। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তার ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। হঠাৎ তাদের সুখের সংসারে ছন্দপতন শুরু হয়। ‘বনিবনা হচ্ছে না’- এমন কারণ দেখিয়ে ২০২০ সালের ২৬ জানুয়ারি ৮ বছরের সংসারের সমাপ্তি টেনে অনিককে তালাক দেন শাবনূর।
১৯৯৩ সালে ক্যারিয়ার শুরু করার পর দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে বহু ছবিতে বক্স অফিস কাঁপিয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার ও ১০ বার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার।
অনিককে তালাক দেয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতেই আছেন শাবনূর। সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছিলেন তিনি। এক সাক্ষাৎকালে জানিয়েছিলেন নানা পরিকল্পনার কথাও।
দ্বিতীয় কোনও পুরুষের সঙ্গে ঘর বাঁধার প্রশ্নে শাবনূর ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ন্যাড়া একবারই বেলতালায় যায়। আমার আর বিয়ে করার ইচ্ছে নেই। বিয়ের শখ পুরোপুরি মিটে গেছে। আমি মনে করি, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। জেনেবুঝে আর শান্তি নষ্ট করতে চাই না।’
তবে দ্বিতীয় নিয়ে এখনও যে গাদিগাগি প্রস্তাব পাচ্ছেন সেটিও জানাতে দ্বিধা করেননি নায়িকা। শাবনূর বলেন, ‘সাধারণ একজন মেয়ে যেখানে প্রস্তাব পায় সেখানে আমার তো প্রস্তাব না পাওয়া কোনও কারণ নেই। আমার কাছেও বিয়ের প্রস্তাব প্রতিনিয়ত আসে। আমি ওসবে মাথা ঘামাই না। আসতেই থাকুক। আমি বাপু ওসবে আর নেই।’
আপাতত বাংলাদেশে আসার কোনও পরিকল্পনা না থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরে ইউটিউব চ্যানেল খোলা, তার অভিনীত ছবিগুলোর গানের নতুন সংগীতায়োজন করাসহ আরও কিছু ভবিষ্যত পরিকল্পনার কথাও ওই সাক্ষাৎকারে জানান এই ঢালিউড কুইন।