শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

শফিউল বারীর মৃত্যুতে আমি শোকের ভাষা হারিয়ে ফেলেছি: তারেক রহমান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘শহীদ জিয়ার জাতীয়তাবাদী দর্শন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ছিল মরহুম শফিউল বারী বাবুর পথচলার প্রেরণা। তার এই অকাল মৃত্যুতে আমি শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। আমি দোয়া করি মহান আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।’

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির তরুণ প্রজন্মের এই নেতা (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

এরপরই এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শফিউল বারী বাবুর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যাথিত। তার মৃত্যু এই দুঃসময়ে আমাদের সকলের জন্য বেদনার ও কষ্টের। মরহুম শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত হয়ে পরবর্তীতে দলের বিভিন্ন সাংগঠনিক পদে কাজ করেছেন নিরলসভাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের আন্দোলনে সামিল থেকেছেন তরুণদের নেতা হিসেবে। গণতন্ত্রের প্রতি ছিল তার দায়বদ্ধতা। দলের সকল সংকটকালে তার সাহসী নেতৃত্ব ছিল নেতাকর্মীদের জন্য প্রেরণার।’

শোকবার্তায় তিনি আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে সরকারি জুলুম-নির্যাতনের মধ্যেও সাহসের ওপর ভর করে সামনের দিকে এগিয়ে যেতেন শফিউল বারী বাবু। এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাকে জেল-জুলুমের শিকার হতে হয়েছে। মরহুম শফিউল বারী বাবু ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকাকালীন ছাত্ররাজনীতিতে এক নতুন মাত্রা নিয়ে এসেছিলেন। সৎ, কর্মীঘনিষ্ঠ ও দক্ষ সংগঠক হিসেবে তার পরিচয় পাওয়া যায় ছাত্রজীবন থেকেই। রাজনীতিকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। দলের কর্মসূচি পালনে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে দেশের যেকোন প্রাকৃতিক বিপর্যয়ে উপদ্রুত মানুষের পাশে দাঁড়াতেন। বর্তমান বৈশ্বিক মহামারি করোনার থাবায় আতঙ্কিত ও নিরন্ন মানুষের কাছে ত্রাণ তৎপরতায় বাবু যে দৃষ্টান্ত রেখেছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়।’

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *