নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রায় ৫৫৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের নাম ‘জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক অবস্থা সুদৃঢ়করণে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃজন’। এই প্রকল্পের আওতায় মোট ১২ হাজার ৮৮০ জনকে তথ্যপ্রযুক্তি, ড্রাইভিং, হস্তশিল্পসহ বিভিন্ন বিষয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে ঋণ প্রদান করা হবে।
প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৫৫৮ কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পটি জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়নের কথা রয়েছে।
প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ জুন মাসের আগেই শেষ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি’ প্রকল্পের পরিচালক মো. সেলিমুল ইসলাম। তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।’
গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, জুলাইয়ের আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী ৮৩৪ জন শহীদ এবং ১২ হাজার ৪৩ জন আহত হন। তাদের মধ্যে অনেকেই দৃষ্টিশক্তি ও অঙ্গহানি হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারী পরিবারের বেশিরভাগই নিম্ন আয়ের হওয়ায় জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ‘এই প্রেক্ষাপটে সব আহত এবং শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে।’
প্রকল্পটির উদ্দেশ্য সম্পর্কে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা-১) মো. শাহীনূর রহমান বলেন, ‘এই প্রকল্পের আওতায় ১২ হাজার ৮৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি, ড্রাইভিং, হস্তশিল্পসহ অন্যান্য বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর প্রকল্পের আওতায় ঋণও দেওয়া হবে।’
গত ১৯ জুলাই প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত বাস্তবায়ন শুরু হবে।