নূরদের নতুন দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। দুই সপ্তাহের মধ্যে নুরুল হক নূরদের নতুন দল ঘোষণা।
নতুন দলের গঠনতন্ত্রের মূল কথা ‘মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া’। নতুন দলে যোগ দেওয়ার বিষয়ে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, নূররা নির্বাচনমুখী এটা আমার সঙ্গে মিলে। নতুন দলের নেতাকর্মীরাই ঠিক করবেন কোন জায়গায় সবচেয়ে ভালো করবো।
গণফোরামের প্রতি আকর্ষণ ছিলো ড. কামাল হোসেন। তিনি খুব বেশি সক্রিয় রাজনীতি করছেন না। গণফোরাম নির্বাচনমুখী দল নয় তা আগে বুঝিনি। একাত্তরের জনপ্রিয় দল আওয়ামী লীগ, এখন ভোট চোর হিসেবে ঘৃণিত। খুব খারাপ লাগে। আওয়ামী লীগ এখন জনগণ ও গণতান্ত্রিক প্রতিযোগিতায় দাঁড়াতে রীতিমতো ভয়ে কাঁপে।

