বিশু / সমীপ / অরবিন্দ, শিলচর (অসম): ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫০ তম জন্মদিবস বৃহস্পতিবার শিলচরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজ সকাল সাড়ে আটটায় শিলচরের নেতাজি সুভাষ অ্যাভিনিউ ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে স্থাপিত দেশবন্ধুর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলচর পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তথা কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ন, সাংসদ রাজদীপ রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটি শিলচরের সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ, নীহার পুরকায়স্থ, বীরেন বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দেব, নবদ্বীপ দাস, মৃদুল সাহা, কামিল আহমদ, আজমল হুসেন চৌধুরী, দেবরাজ পাল, সাগর গুপ্ত, গৌতম গুপ্ত, শতদল আচার্য, ছাত্র সংগঠন আকসা-র উপদেষ্টা রুপম, লায়ন্স ক্লাব শিলচর রয়্যালের শংকর চক্রবর্তী, লায়ন্স ক্লাব শিলচর সিটি-র তুহিনা শর্মা, সঞ্চিতা আচার্য প্রমুখ নন্দীপুরকায়স্থ সহ বিশিষ্টজনেরা।
এদিনের অনুষ্ঠানস্থলে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ন, সাধন পুরকায়স্থ, শ্যামলকান্তি দেব, বীরেন বন্দ্যোপাধ্যায়, শিলচরের সাংসদ রাজদীপ রায় প্রমুখ। সাধনবাবু জানান, দেশবন্ধু ১৮৭০ সালের ৫ নভেম্বর কলিকাতায় জন্মগ্রহণ করেছিলেন ১৯২৫ সালের ১৬ জুন পরলোক গমন করেন তিনি। দেশবন্ধু সুষ্ঠু ও শক্তিশালী রাষ্ট্র গঠনে জীবনে বিভিন্ন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে ত্যাগের নজির সৃষ্টি করেছেন। এই মহান নেতার ত্যাগ অনুসরণ করে দেশের সার্বিক বিকাশে আত্মনিয়োগ করার জন্য নবপ্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।