লণ্ডন অফিস: সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস সাত দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবথেকে প্রভাবশালী মানুষদের একটি গোপন সংস্থায় সক্রিয় থাকার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ওই সংস্থা বা ক্লাবটির নাম ‘ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ডি’এটুডেস ব্যাঙ্কারেস’ (আইআইইবি)। এতদিন এই ক্লাবের কথা সদস্যরা ছাড়া কেউই জানতো না। তাদের নেই কোনো ওয়েবসাইট।
বছরে দুই বার এই সংস্থার সদস্যরা বিভিন্ন শহরের বিলাসবহুল হোটেলে এক হন। আর এই আলোচনা থেকেই নির্ধারিত হয় গুরুত্বপূর্ণ সব বৈশ্বিক নীতি। বৈঠকে কীসব ইস্যু নিয়ে আলোচনা হয় তাও প্রকাশ্যে আনা হয় না কখনও। আলোচনার বিষয়বস্তু নিয়ে বাইরে কথা বলার অনুমোদনও নেই সদস্যদের।
নাম প্রকাশ না করার শর্তে ওই ক্লাবের দীর্ঘ সময়ের এক সদস্য জানান, এটা মোটেও ড্যাভোসের মতো বিষয় নয়, যেখানে অর্থ দিলেই সদস্য হওয়া যায়। এই ক্লাবটি একেবারেই ‘এক্সক্লুসিভ’। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, আইআইইবি ১৯৫০ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিষ্ঠিত হয়।
সেসময় ইউরোপের শীর্ষ চার ঋণদাতা প্রতিষ্ঠানের প্রধানেরা ওই ক্লাবের শুরু করেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ক্রেডিট ইন্ডাস্ট্রিয়াল এট কমার্শিয়াল, ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড, সোসাইটি জেনারেল ডি বেলজিক এবং আমস্টারডামশে ব্যাংক।
উদ্দেশ্য ছিল, ব্যাংকিং ও অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আলোচনার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। কিন্তু গত সাত দশকে এই ক্লাব সম্পর্কে গণমাধ্যমে কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। এছাড়া এই প্রভাবশালী ব্যক্তিরা কোন কোন ইস্যু নিয়ে আলোচনা করছেন তাও কখনও প্রকাশ্যে আসেনি।