কয়েক দিনের টানা গুড়ি গুড়ি বৃষ্টির পর গত রাতের ভারি বর্ষণে শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকা ঘিরে থাকা মহারশী, সোমেশ্বরী, কালঘোসা নদীতে পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আয়নাপুর গ্রামের কৃষক আব্বাস আলী বলেন, নদীগুলোতে ঢলের পানির তীব্র স্রোতে নিন্মাঞ্চলের সদ্য রোপণ করা আমন ধান ক্ষেত তলিয়ে ধান গাছ নূইয়ে পড়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়ি ঘরে পানি উঠতে শুরু করেছে। এছাড়া সন্ধাকুড়া-রাংটিয়া রোড ঢলের পানিতে তলিয়ে গেছে।
মৎস খামারী আব্দুল ওয়াদুদ বলেন, অনেক পুকুরের পানি এখন কানায় কানায় ভরে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে পুকুর ডুবে মাছ সব ভেসে যাবে।
তিনি আরও বলেন, মহারশি নদীর দীঘিরপাড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দ্রুতবেগে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীর অন্য বাঁধগুলো এখন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
এদিকে, গারো উপজেলা ঝিনাইগাতী ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা শ্রীবরদী ও নালিতাবাড়ীর পাহাড়ি নদীর ঢলের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।