আসাম ডেস্ক: শেষ ২৪ ঘণ্টায়ও কোভিড-আক্রান্তের সংখ্যা উদ্বেগে রেখেছে অসমবসীকে। ওই সময়কালে করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন নতুন করে ২,৩৪৮ জন। আক্ৰান্তের হার ৭.৮০ শতাংশ। কোভিডের নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় আক্রান্তের তথ্যও কম ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত ৩০,১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষায় ২,৩৪৮ জনকে কোভিড পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছিল ৪১,১৬৫ জনের। তাঁদের মধ্যে ৩,২৩৮ জন কোভিড সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছিল। এছাড়া করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন আরও ৮৬১ জন। সক্রিয় সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৬৭। তাছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। নিহতরা কামরূপ মেট্রোর তিন, একজন করে বঙাইগাঁও এবং দরং জেলার বাসিন্দা।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে শেষ ২৪ ঘণ্টার তথ্য দিয়ে জানানো হয়েছে, নতুন আক্রান্তের মধ্যে এখন ও কামরূপ মেট্রো জেলা শীর্ষে অবস্থান করছে। বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, ওই সময়কালে মেট্রো জেলায় ৮৭০ জন, বাকসায় ১৮, বরপেটায় ৮১, বিশ্বনাথে ৩, বঙাইগাঁওয়ে ৩১, কাছাড়ে ২২২, চড়াইদেওয়ে ১৪, চিরাঙে ২১, দরঙে ১৪, ধেমাজিতে ২১, ধুবড়িতে ৪৯, ডিব্রুগড়ে ১৪৭, ডিমা হাসাও জেলায় ৬৭, গোয়ালপাড়ায় ২৬, গোলাঘাটে ১৪, হাইলাকান্দিতে ৬৯, হোজাইয়ে ৪২, যোরহাটে ১৪০, কামরূপ (গ্রামীণ)-এ ১০৪, কারবি আংলঙে ৪১, করিমগঞ্জে ৩৯, কোকরাঝাড়ে ৪৬, লখিমপুরে ৪২, মাজুলিতে ৭, মরিগাঁওয়ে ১৪, নগাঁওয়ে ৪২, নলবাড়িতে ২৬, শিবসাগরে ১৬, শোণিতপুরে ৩৯, তিনসুকিয়ায় ৫৮, ওদালগুড়িতে ১২ এবং পশ্চিম কারবি আংলং জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, প্রথম থেকে এবারের তৃতীয় ঢেউয়ে রাজ্যে কোভিড-মুক্ত হয়েছেন সর্বমোট ৬,১৭,৮২৫ জন, শতাংশের হার ৯৬.৪৪। এছাড়া কোভিডে মৃত্যু হয়েছে সর্বমোট ৬,১৯৭ জনের, শতাংশের হার ০.৯৭। নমুনা পরীক্ষা হয়েছে সর্বমোট ২,৭১,১৪,৪৫৯ জনের। সক্রিয় সংক্রমিত মোট ৬,৪০,৪৫৯ জন।
আজ শনিবারের সর্বশেষ তথ্য এই খবর লেখা পর্যন্ত প্রকাশ করেনি স্বাস্থ্য দফতর।