শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই মাঠে নেই ক্রিকেট। লকডাউনের ফলে ঘরেই সময় কাটিয়েছে সব ক্রিকেটারেরা। এবার লকডাউন শিথিল হওয়ায় বাইশ গজে ফিরতে যাচ্ছে ক্রিকেট। বিসিসিআই সায় দিয়েছে আগস্ট মাসে শ্রীলঙ্কা সিরিজের জন্য ৷ তবে দুই দেশের সরকার গ্রিন সিগন্যাল দিলে তবেই দ্বীপরাষ্ট্রে খেলা হবে ৷

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবার নিজেদের ক্রীড়া মন্ত্রাণালয়ে দুই দেশের ক্রিকেট সিরিজের জন্য অনুমতি চাইবে ৷ সেখানে তিনটি একদিনের ম্যাচ ও টি টোয়েন্টি ম্যাচ খেলা হওয়ার কথা ছিল জুন মাসে ৷ কিন্তু করোনা মহামারির জেরে সেই খেলা হয়নি ৷

শ্রীলঙ্কা সরকার ক্লিয়ারেন্স দিলে ক্রিকেট বোর্ড ক্রীড়াসূচি তৈরি করে ফেলবে ৷ পাশাপাশি সিরিজের সব বিষয়ে পরিষ্কার চিত্রটা পাওয়া যাবে ৷ সামাজিক দূরত্ব বিধি মেনে অল্প কিছু দর্শককে স্টেডিয়ামে রেখে খেলা আয়োজনের কথা ভাবছে ক্রিকেট বোর্ড ৷

পাশাপাশি শ্রীলঙ্কা মনে করছে এই বছরেই এশিয়া কাপ হবে ৷ প্রাথমিক ভাবে এই টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল ৷ কিন্তু বিসিসিআই জানিয়েছে ভারত পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে পারবে না ৷ শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শামি সিলভা জানিয়েছেন পাকিস্তান জানিয়েছে খেলা শ্রীলঙ্কায় হলে তাদের খেলতে আপত্তি নেই ৷

তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি, এখন গোটা পৃথিবীর যা অবস্থা তাতে আমরা আয়োজন করলে ওদের আপত্তি নেই৷’ তিনি আরও জানিয়েছেন, ‘এসিসির সঙ্গে অনলাইন বৈঠক হয়েছে , ওরা কার্যত আমাদের টুর্নামেন্ট আয়োজন করার সবুজ সংকেত দিয়েছে৷ ’

এদিকে আগস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলা নিয়েও কথাবার্তা চালাচ্ছে ৷ আন্তর্জাতিক ক্রিকেট জুলাই থেকে সারা বিশ্বে শুরু হওয়া নিয়েও কথা চলছে ৷ ওয়েস্টইন্ডিজ ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবে ৷ ব্রিটেনে ইতোমধ্যেই এই সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে ওয়েস্টইন্ডিজ দল ৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *