শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

সকাল ৬টা থেকে পাঁচদিনের লকডাউন জারি আরও এক পুরসভা এলাকায়

স্টাফ রিপোর্টার, বারাকপুর : করোনা মোকাবিলায় এবার উত্তর বারাকপুর পুরসভার আবেদনে সাড়া দিয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্পূর্ণ লকডাউন পালন করার সিদ্ধান্ত নিল ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধিনস্ত দুটি কেন্দ্রীয় সরকারি কারখানা ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরি কর্তৃপক্ষ।

দুটি কারখানার পক্ষ থেকেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । করোনা মোকাবিলায় প্রশাসনের কাছে এই মুহুর্তে লকডাউন ছাড়া অন্য কোনও পথ খোলা নেই, একথা স্পষ্ট। এদিকে উত্তর ২৪ পরগনা জেলাতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে।

এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে জেলার বিভিন্ন পুরসভা গুলি সোমবার সকাল ৬টা থেকে চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর বারাকপুর পুরসভা এলাকায় সোমবার সকাল থেকে লকডাউন কার্যকর হবে। উত্তর বারাকপুর পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই শতাধিক।

এদিকে এই পুরসভার ইছাপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দুটি কারখানা ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ও মেটাল ফ্যাক্টরি। প্রশাসন সূত্রে খবর, করোনা সংক্রমণ ছড়িয়েছে এই দুটি কারখানার শ্রমিকদের মধ্যেও। ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরি মিলিয়ে আক্রান্তের সংখ্যা অন্তত ৩০ জন।

এদের মধ্যে ২ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। সেই কারনে এই দুটি কারখানার শ্রমিকদের মধ্যেও করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, সংক্রমণের দিক দিয়ে বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরীর শ্রমিকরা। তুলনা মূলক ভাবে কম আক্রান্ত মেটাল ফ্যাক্টরির শ্রমিকেরা।

শ্রমিকদের বক্তব্য, “ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার পরিসর কম হওয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। অন্যদিকে মেটাল ফ্যাক্টরিতে কাজের জায়গার পরিসর অনেকটাই বেশি হওয়ায় শ্রমিকরা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে পারেন।

তাই এই কারখানায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে কম।” তবে উত্তর বারাকপুর পুরসভা কর্তৃপক্ষ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে করোনা মোকাবিলায় শুধুমাত্র জরুরি পরিষেবা বাদ দিয়ে এই পুরসভার অন্তর্গত দোকান, বাজার, কল কারখানা সবই বন্ধ রাখা হবে, সেই কারনে তারা ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে লকডাউনে শামিল হওয়ার আবেদন জানিয়েছিল ।

পুরসভার সেই আবেদন মেনে নিয়েছে দুটি কারখানা কর্তৃপক্ষই। তারা বিজ্ঞপ্তি জারি করে কারখানার শ্রমিকদের জানিয়ে দিয়েছে, শ্রমিকদের শারীরিক সুরক্ষার স্বার্থে তারা ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কারখানার উৎপাদন প্রক্রিয়া বন্ধ রাখবে। কোনও শ্রমিক কারখানায় প্রবেশ করবে না।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশী সাধারন শ্রমিকরা। এদিকে উত্তর বারাকপুর পুরসভার বাসিন্দারা যাতে এই ৫ দিন গৃহবন্দী থাকেন সেই আবেদনই জানিয়েছে উত্তর বারাকপুর পুরসভা।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। উত্তর বারাকপুর পুরসভা এলাকায় বাড়তে থাকা কোভিড আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রনে রাখতে চলতি মাসের শেষ ৫ দিন এই পুরসভা এলাকায় সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *