ধারাবাহিকের ক্ষেত্রে যে নির্দেশিকা রয়েছে তা সিনেমার ক্ষেত্রেও জারি থাকবে। সিনেমা এবং সিরিজের ফ্লোরেও ৩৫ জনকেই থাকার অনুমতি দেওয়া হয়েছে।
ধারাবাহিকের পর এবার সিনেমা। অবশেষে সচল হচ্ছে টলিপাড়া। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং। রবিবার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর বৈঠকে এমনই সিদ্ধান্ত হল। ধারাবাহিকের ক্ষেত্রে যে নির্দেশিকা রয়েছে তা সিনেমার ক্ষেত্রেও জারি থাকবে। সরকারি গাইডলাইন মেনেই ফ্লোরে শুরু হবে কাজ।
সিনেমা এবং সিরিজের ফ্লোরেও ৩৫ জনকেই থাকার অনুমতি দেওয়া হয়েছে। কোনও দৃশ্যে বেশি অভিনেতার প্রয়োজন হলে কাজের শেষে ফ্লোর ছাড়তে হবে টেকনিশিয়ানদের। এ দিন বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস, সিনে সংগঠন ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
বছর দশের কম অভিনেতাদের এখনি ছাড়পত্র দেওয়া হয়নি। তবে শর্তসাপেক্ষে অভিনয় করতে পারেন বয়স্ক অভিনেতারা। শুটিং চলা অবস্থায় কারও করোনা ধরা পড়লে তার চিকিৎসার খরচ কে নেবে সে সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে ২৫ লক্ষ টাকার জীবনবিমার তহবিল গড়ে তোলা হয়েছে। যার ৫০ শতাংশ শিল্পীরা আর বাকি ৫০ শতাংশ প্রযোজকরা দেবেন। টেকনিশিয়ানদের ক্ষেত্রে পুরোটাই বহন করবে প্রযোজকরা।