শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

সবচেয়ে ছোট দেশ হিসেবে অলিম্পিক পদক জিতল সান মারিনো

বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে অলিম্পিক পদক জিতল সান মারিনো। অলিম্পিকে মেয়েদের শুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেন সান মারিনো’র আলেসান্দ্রো পেরেল্লি। এর মাধ্যমে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে পদক জয়ের কীর্তি গড়ে সান মারিনো।

এর আগে তিনি ২০১২ লন্ডন গেমসে সান মারিনোর ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের যেকোনো ইভেন্টে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন। অবশেষে ১৪টি আসর পেরিয়ে ইতালির ভূখণ্ড বেষ্টিত ক্ষুদ্র দেশটিকে পদক পাইয়ে দিলেন তিনি।

ইউরোপের অতি ক্ষুদ্র একটি দেশ সান মারিনো। দেশটির আয়তন মাত্র ২৪ বর্গ মাইল এবং জনসংখ্যা মাত্র ৩৩ হাজার ৫০০। তবে আয়তনে ক্ষুদ্র ও জনসংখ্যা কম হলেও সেই ১৯৬০ সাল থেকেই অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশটি। তবে এতদিন তাদের পদক জেতার স্বাদ পাওয়া হয়নি।

টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছেন সান মারিনোর পাঁচজন অ্যাথলেট। তাদের মধ্যে পেরিল্লি মেয়েদের শ্যুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জিতেছেন। এই ইভেন্টে ৫০ টার্গেটের মধ্যে ৪৩ হিটে অলিম্পক রেকর্ড গড়ে সোনা জিতেছেন স্লোভাকিয়ার জুজানা রেহাক স্তেফেচেকোভা। রোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের মেয়ে কাইল ব্রাউনিং।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *