পোর্ট লুইস: সমুদ্র তীরে ভেসে এল ১৭টি ডলফিন। তবে প্রত্যেকটিই মৃত। বুধবার মরিশাসের উপকূলে এমন ডলফিনের দেহ ভেসে এসেছে। জাহাজ থেকে সমুদ্রের জলে তেল মেশার ফলেই এমনটা ঘটেছে বলে মনে করছেন পরিবেশবিদরা।
সে দেশের মত্স্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, মৃত ডলফিনের চোয়ালের চারপাশে অনেক ক্ষত এবং রক্ত ছিল, যদিও তেলের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মৃত ছাড়াও যে ১০ টি ডলফিন দেখা গিয়েছে সেগুলির অবস্থা দেখা যায় খুবই কাহিল, কোনওক্রমে সাঁতার কাটছিল সেগুলি।
জানা গিয়েছে, মৃত ডলফিনগুলিকে ময়নাতদন্তের জন্য অ্যালবিয়ন ফিশারি রিসার্চ সেন্টারে নেওয়া হয়েছে। এরপরেই যা যাবে ঠিক কোন কারণে এই ডলফিনগুলির মৃত্যু হয়েছে।
কয়েকদিন আগেই একটি জাপানি জাহাজ এমভি ভাকাশিও থেকে সমুদ্রে তেল ছড়াতে শুরু করে। বৈজ্ঞানিকরা বলছেন, সমুদ্রের জলে তেল পড়ার ফলেই এমন কাণ্ড ঘটছে। তাঁরা জানিয়েছেন, এই তেল পড়ার ঘটনা মরিশাস ও এই দেশের পর্যটন নির্ভর অর্থনীতিকে কয়েক দশক ধরে প্রভাবিত করতে পারে।
মরিশাস মেরিন কনজারভেশন সোসাইটি জানিয়েছে, ১৫ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে ও এই তেল ব্লু বে মেরিন পার্কের দিকে এগোচ্ছে। আশঙ্কার ব্যাপার হল, এই ব্লু বে মেরিন পার্কে ৩৮ প্রজাতির প্রাণী এবং ৭৮ প্রকারের মাছ রয়েছে।

