শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

সমুদ্র পথে একদিনে ২৩৫ জন অভিবাসীর যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা

সমুদ্র পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা প্রতিদিনই বাড়ছে। তবে গতকাল বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ২৩৫ জন অভিবাসী পৃথক পৃথক নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন।

ইংলিশ চ্যানেলে এসব অভিবাসীদের বাঁধা প্রদান করা হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের হোম অফিস। তাদের মধ্যে একজন শিশু ও একজন গর্ভবতী মহিলা রয়েছেন বলে জানা গেছে।

হোম অফিস জানায়, মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি এবং বর্ডার ফোর্সের ইউনিয়নগুলো ১৭টি নৌকাকে বাঁধা দিতে সমর্থ হয়।

বিবিসি জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত প্রায় ৩০০টি নৌকায় করে ৩ হাজার ৯৪৮ অভিবাসী ব্রিটেনে প্রবেশের চেষ্টা করেন।

এদিকে, ইংলিশ চ্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে হোম অফিসকে। আজ শুক্রবার সকালেও ডোভার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসীরা।

গত জুন মাসে এই চ্যানেল ক্রস করে দুই হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর-কিশোরী ফ্রান্স থেকে সমুদ্র পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে।

আর করোনাভাইরাসের সময়ে মানব পাচার বেশি হয়েছে বলে মনে করছে অনেকে। হোম অফিসকে দ্রুত ও কার্যকরী ভূমিকা নিতে সরকারের পক্ষ থেকে তাগিদ দেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *