শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

সরকারি চাকরির যেসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আসিফ কাজল: করোনা মহামারির মধ্যে দীর্ঘ বিরতির পর সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলো গত এক মাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে। সামনে আরো চাকরির বিজ্ঞপ্তি আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৪০ হাজার নতুন শিক্ষক নেয়ার পরিকল্পনা করছে। যা বিজ্ঞপ্তি আকারে শিগগিরই প্রকাশিত হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ৩৭টি পদে ৩৪৫ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১২টি পদে মোট ১ হাজার ১৯৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত ১১ ধরনের পদে ২৭৩ জন এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১৩ পদে ১ হাজার ১০৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদে ৬১ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রূপালী ব্যাংকে ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এই পদে ১৮ জন কর্মকর্তা নিয়োগ করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তিতে আটটি পদে বুয়েটের রেজিস্ট্রার অফিস, মেডিকেল সেন্টার ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে কর্মকর্তা নিয়োগ হবে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৬৩ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে ১৭ জন শিক্ষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৬টি পদে ৯৮ জন এবং ক্রীড়া পরিদপ্তর ৯টি পদে ২০ জনকে নিয়োগ দেবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী নিচ্ছে অফিসার ক্যাডেট ব্যাচে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার। আর বিমানসেনা নেবে বিমানবাহিনী। জাতীয় নদী রক্ষা কমিশন চাকরির সুযোগ দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অপরদিকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়্যারলেস অপারেটর পদে ৪৩ জনকে নিয়োগ দেবে তারা। এ ছাড়া সরকারি ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) ১ হাজার ৫১১টি শূন্য পদে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা শিগগিরই অনুষ্ঠিত হবে। সরকারি সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে ৭৭১টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করা প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এই পরীক্ষাও শিগগিরই হবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৭ সেপ্টেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে।

ইউজিসি ২৫টি পদে ৩৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি পুনঃপ্রকাশ করে আবেদনের সময় বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তিও আবার প্রকাশ করেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *