পঙ্কজকুমার দেব, হাফলং: অসমের মুখ্যমন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শর্মা দুর্নীতি মুক্ত অসম গড়ার কথা বললেও বাস্তবে মুখ্যমন্ত্রীর পরিবারের জনৈক সদস্যর মালিকানাধীন আরবিএস রিয়েলটর্স প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থা জমি কেলেঙ্কারিতে প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছে। আর তাই ডিমা হাসাও জেলা কংগ্রেস কমিটি সরকারের কাছে এই সর্ববৃহৎ জমি কেলেঙ্কারির গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের বিচারপতির দ্বারা তদন্তের দাবি জানায়।
শনিবার হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে এহেন বিস্ফোরক অভিযোগ করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সচিব তথা মুখপাত্র মংভে রংপি। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র মংভে রংপি বলেন ২০০৬-০৭ সালে সরকারের রাজস্ব বিভাগ উত্তর গুয়াহাটিতে মীন এবং কল্যাণ মূলক কার্যের স্কুল স্থাপনের জন্য ১৭ বিঘা ২ কাঠা,৫ লেচা জমি আবন্টন দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আরবিএস রিয়েলটর্স প্রাইভেট লিমিটেড গোষ্ঠী উপরোক্ত জমি বেআইনি ভাবে ক্রয় করে ফেলে। এরপর ২০০৯ সালে অনুরূপ ভাবে পলাশবাড়ী রাজস্ব চক্রের অধীনে ১১ বিঘা ৩ কাঠা এবং ৪ লেচা জমি নিজের কব্জায় নিয়ে নেয় আরবিএস গোষ্ঠী।
অথচ এই জমি ভূমিহীনদের জন্য আবন্টন দেওয়া হয়েছিল। মংভে রংপি সাংবাদিক সম্মেলনে বলেন যে ভূমি আইন বলছে সরকার আবন্টিত জমি কোনো ব্যক্তি বিশেষের নামে সরাসরি নামজারি করা বা লিজে দেওয়া যায় না। এছাড়া ১৯৮৯ সালের অসম ভূমি পলিসি অনুযায়ী সরকারী আবন্টিত জমি আবন্টনের একবছরের মধ্যে ব্যবহৃত নাহলে অবশ্যই সে জমি সরকারকে ফিরিয়ে দেওয়াই নিয়ম।কিন্তু এতসবের পরও রাজ্য সরকার নীরব।
প্রদেশ কংগ্রেস মুখপাত্র মংভে রংপি বলেন এত বড় জমি কেলেঙ্কারি এর আগে সংঘটিত হয়নি। আর তাই ২৪ জানুয়ারি রাজ্যজুড়ে প্রতিবাদ কার্যসূচী গ্রহণ করবে কংগ্রেস দল। এদিনের সাংবাদিক সম্মেলনে ডিমা হাসাও জেলা কংগ্রেস কমিটির সভাপতি নির্মল লাংথাসা এবং জেলা কংগ্রেস কমিটির উপ সভাপতি এবং প্রাক্তন ইএম কালিজয় সেংইউং উপস্থিত ছিলেন।