গুয়াহাটি: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। আর রাজ্যসভা উপনির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি প্রতিনিধি এল মুরুগান, এমনটাই স্থির হয়েছে শনিবার। বলাই বাহুল্য যেহেতু দুটি রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই রাজ্যসভায় এই দুই নেতার আসন প্রায় পাকা বললেই চলে।
অসমে রাজ্যসভায় এই আসনটি ফাঁকা হয়েছিল কারণ বিশ্বজিত্ দাইমারি পদত্যাগ করে বিধানসভার স্পিকারের পদে আসীন করেছিল। অন্য দিকে কর্নাটকের রাজ্যপাল হওয়ার জন্য থাওয়ারচাঁদ গেহলট পদত্যাগ করলে মধ্যপ্রদেশ একটি আসন ফাঁকা হয়, সে কারণেই এল মুরুগানকে বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য অসম এবং কর্ণাটক থেকে প্রতিনিধি বাছাই করলেও বাংলা থেকে বিজেপি কারও নাম বিবেচনা করেনি। পর্যবেক্ষকদের মত এই মুহূর্তে রাজ্যসভায় প্রতি রাজ্য থেকে প্রতিনিধি পাঠানোর মত খুঁটির জোর বিজেপির নেই। সেই কারণেই পন্ডশ্রম করতে চায় না দল। ঝুঁকি না নিয়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।