বিডিনিউজ টুয়েন্টিফোর এর ইংরেজী ভার্সন এডিটর ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সন্মানিত সদস্য বিশ্বদ্বীপ দাশের ছোট ভাই রাজিব দাশ চৌধুরী বাংলাদেশে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪২ বছর।
স্বর্গীয় রাজীব দাশ চৌধুরীর অকাল প্রয়াণে পূর্ব লন্ডনের দাতব্য সংস্থা ‘ইষ্ট হ্যান্ডস’ এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্নার শান্তি কামনা করেন। ইষ্ট হ্যান্ডস এর চেয়ারম্যান জনাব নবাব উদ্দিন, ট্রাষ্টি জনাব বাবলুল হক ও ট্রাষ্টি জনাব এমরান আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিশ্বদ্বীপ দাশ শুরু থেকেই ইষ্ট হ্যান্ডস দাতব্য সংস্থার সাথে একজন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন। তার ছোট ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
উল্লেখ্য, বিশ্বদ্বীপ দাশ ও রাজীব দাশের পিতা স্বর্গীয় সুধীন্দ্র বিজয় দাশও সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। জীবদ্দশায় তিনি দ্যা ইষ্টার্ন হেরাল্ড, দৈনিক পাকিস্তান অবজারভার, দৈনিক বাংলাদেশ অবজারভার ও দ্যা ডেইলী ষ্টার পত্রিকায় অত্যান্ত সুনামের সাথে কাজ করেন। প্রেস বিজ্ঞপ্তি