স্পোর্টস ডেস্ক: নারী ফুটবলে একের পর এক সাফল্য ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করল পিটার বাটলারের শিষ্যরা।
বুধবার (৬ আগস্ট) বাছাইয়ের প্রথম ম্যাচে লাওসের মাটিতে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই মুনকি-সাগরিকার দল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। একের পর এক আক্রমণে লাওসকে চাপে রাখে তারা।
ম্যাচে জোড়া গোল করেন সাগরিকা, আর একটি গোল আসে মুনকির পা থেকে। লাওস একটি গোল শোধ করলেও তা বাংলাদেশের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি।
এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আরও একটি মাইলফলক স্পর্শ করল বাংলাদেশের মেয়েরা। এর আগে নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে এশীয় ফুটবলেও নিজেদের উপস্থিতি জানান দিয়েছে তারা।