মো: জয়নুল আবেদীন, লন্ডন, যুক্তরাজ্য: শেরপুর-১ (সদর) আসনের পরপর তিনবারের (১৯৮৬, ১৯৮৮, ১৯৯১) নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, পরবর্তীতে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর জেলার সভাপতি শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরীর মৃত্যুতে শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপ নেতৃবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৫ আগস্ট) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী এলাকায় রফিক চৌধুরী নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন, গুণী মানুষ ছিলেন। দানশীল ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তিনি এলাকায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করেছেন। পেশাগত জীবনে তিনি একজন কৃষক, পরিচ্ছন্ন রাজনীতিক ও সমাজসেবক ছিলেন। তাঁর মৃত্যুতে শেরপুর জেলাবাসীর অপূরণীয় ক্ষতি হলো।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় চরবাবনা চৌধুরী বাড়ির ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর লাশ জামালপুরের আমলাপাড়ায় পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের চরবাবনা গ্রামের বাসিন্দা শাহ রফিকুল বারী চৌধুরী ১৫ আগস্ট, শুক্রবার দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটে জামালপুরস্থ আমলাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিসসহ জটিল কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।