শিরোনাম
মঙ্গল. জানু ৬, ২০২৬

সালমান শাহের মা, ভাই ও মামার বিরুদ্ধে সামিরার মামলা

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের মা নিলুফার জামান চৌধুরী নীলা, ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান ও মামা আলমগীর কুমকুমের নামে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন সামিরা হক।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সালমান শাহের মা, ছোট ভাই ও মামার নামে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। তিনি চট্টগ্রামের কোর্টে মামলাটি করেন। সেই মামলায় সালমান শাহের মামা আলমগীর কুমকুম হাজিরাও দিয়েছেন একবার।

সামিরা বলেন, ভালোবেসে নিজের পরিবার ছেড়ে ইমনের (সালমান শাহ) হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম আমি। ও আমাকে পাগলের মতো ভালোবেসে আমৃত্যু। আমি কখনোই ওকে ভালোবাসার প্রতিযোগিতায় হারাতে পারতাম না। বাচ্চা একটা মেয়ে ছিলাম আমি। অনেককিছুই বুঝতে পারতাম না। যার ফলে দাম্পত্য জীবনে বহুবার বহু কারণে কষ্ট পেয়েছি। অভিমান করেছি। কিন্তু ইমনের ভালোবাসা সব বুঝিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, সেই মানুষটা মারা যেতে না যেতেই আমাকে তার খুনের দায়ে অভিযুক্ত করা হলো। মিথ্যে সব রুচিহীন, নোংরা, অশ্লীল গল্প সাজিয়ে আমাকে ও আমার পরিবারকে দেশবাসীর কাছে হেয় করা হয়েছে। বারবার। বহুবার। আর কত সহ্য করা যায়। সেজন্যই আমি আমার ও পরিবারের সম্মানের কথা ভেবে আইনের দ্বারস্থ হলাম।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সালমান। তার মৃত্যুরহস্য নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তদন্ত। বেশ কয়েকটি আইন রক্ষাকারী বাহিনী তদন্ত শেষে রায় দিয়েছে আত্মহত্যা করেছিলেন সালমান। তবে তার পরিবারের সদস্য মা নিলুফার জামান চৌধুরী নীলা, ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান ও মামা আলমগীর কুমকুম তা প্রত্যাহার করে এসেছেন বরাবরই। তারা দাবি করে আসছেন সালমান শাহকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর সেই খুনের সঙ্গে জড়িয়ে আছেন সালমানের স্ত্রী সামিরা হক ও তার পরিবার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *