শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

সাহিত্যে নোবেল পেলেন আবদুল রাজাক গুরনাহ

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আব্দুল রাজ্জাক। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ। ৭ অক্টোবর বৃহস্পতিবার নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ যুক্তরাজ্যে বসবাস করেন। মূলত আব্দুলরাজ্জাক ইংরেজিতে লেখেন। আব্দুল রাজ্জাক গুরনাহের বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১), এবং ডেজারশন (২০০৫)।

আব্দুলরাজ্জাকের জন্ম ১৯৪৮ সালে। গুরনাহের দরদী লেখার ভক্ত পাঠকরা। তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান সাহিত্যিক আব্দুলরাজ্জাক। অবসর নেওয়ার আগ পর্যন্ত ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আব্দুলরাজ্জাক। নোবেল পুরস্কার বিজয়ী এই সাহিত্যিকের লেখায় উপনিবেশিকতার দুর্দশা এবং শরণার্থীদের জীবনের কষ্ট-ব্যাঞ্জনার গল্প ফুটে উঠেছে। বলে সুইডিশ একাডেমি। বাজিমাত্‍ করে দিলেন তিনি।

সাহিত্যে কে পাবেন নোবেল? এ নিয়ে প্রতিবছর উত্‍সাহ থাকে। এবার সাহিত্যে সেই সম্মান অর্জন করতে চলেছেন তানজানিয়ার সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ গুরনাহ। সাহিত্যিক গুরনাহ ১৯৬০ সালের শেষ দিকে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেন। কেন্ট ইউনিভার্সিটির ইংরেজী সাহিত্য এবং পোস্ট কলোনিয়াল স্টাডিজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

মোট ১০টি উপন্যাস ও একটি ছোট গল্পের সংকলন রয়েছে গুরনাহর। সম্প্রতি অবসর নিয়েছেন তিনি। এদিকে ১৯৯৪ সালে প্রকাশিত প্যারাডাইস উপন্যাসের জন্য সাহিত্যের বুকার পুরস্কার জিতেছিলেন আব্দুল।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান আমেরিকান কবি লুইস গ্লাক। সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়, গ্লাককে এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁর নিরাভরণ সৌন্দর্যের ভ্রান্তিহীন কাব্যকণ্ঠের কারণে, যা ব্যক্তিসত্তাকে সার্বজনীন করে তোলে। এবং ২০১৯ সালে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্দক। পিটারের বিরুদ্ধে সার্বিয়ার নেতা স্লোবোদান মিলোসেভিচের বলকান যুদ্ধ সমর্থনের অভিযোগ রয়েছে। বব ডিলানও পেয়েছেন পুরস্কার।

২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জেতেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজু ইশিগুরো। আর এর আগের বছর তথা ২০১৬ সালে অ্যাকাডেমি আমেরিকান রক সংগীতের কিংবদন্তি বব ডিলানকে এই পুরষ্কার দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *