– ‘সাম্প্রতিককালে কোনও বাংলাদেশি মুসলিম এই রাজ্যে স্থায়ী বসতি স্থাপন করেননি’
আসাম নিউজ ডেস্ক: অসম থেকে নাগরিকত্ব চেয়ে সিএএ পোর্টালে এখনও একটি আবেদনও দাখিল হয়নি, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার।
আজ বৃহস্পতিবার লোকসেবা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, জাতীয় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বলে নাগরিকত্বের জন্য আবেদন করতে গত ১২ মার্চ কেন্দ্রীয় সরকার সিএএ পোর্টাল চালু করেছে। তবে অসম থেকে এখনও নাগরিকত্ব চেয়ে একটি আবেদনও কেউ করেননি।
মুখ্যমন্ত্রীর দাবি, অসম সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তাই তিনি নিশ্চিত, অসমের বহু মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করবেন না। কেননা, অসমের ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী।
তিনি আরও বলেন, মানুষ আসলে অসমকে বসতি স্থাপনের পরিবর্তে করিডোর হিসেবে বেশি ব্যবহার করেন। তাঁর মতে, বহু মানুষ এই রাজ্যকে দেশের বাকি অংশে যাতায়াতের রুট হিসেবে ব্যবহার করেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে বহিঃরাজ্য়ে রোজগারের জন্য় চলে যান তাঁরা।
ড. শর্মার দাবি, সাম্প্রতিককালে কোনও বাংলাদেশি মুসলিম এই রাজ্যে স্থায়ী বসতি স্থাপন করেননি। সাদুল্লার আমলে একটা সময় ছিল, যখন বাংলাদেশি মুসলমনরা বসতি স্থাপন করেছিলেন। তখন পর্যাপ্ত জমি ছিল, রুটি–রুজির উপায়ও ছিল। এখন সেই পরিস্থিতি নেই। প্রসঙ্গক্রমে বর্ধিত জনসংখ্যা সম্পর্কে তিনি বাংলাদেশের আদম শুমারির তথ্যও দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর ধারণা, অসমে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) আপডেট তালিকায় যাঁরা তাঁদের নাম খুঁজে পাননি তাঁরাই সিএএ-র জন্য আবেদন করবেন।