শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশির করোনা জয়

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে গিয়েও ফেরা প্রবাসী বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাজু সরকার নামে ওই বাংলাদেশি টান টক সেং হাসপাতাল (টিটিএসএইচ) থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ২৪ কেজি ওজন হারিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে অসুস্থ হওয়ার সময় বাংলাদেশে তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, গত ৩০ মার্চ তাদের ছেলে হয়েছে। এই পরিবারের প্রতি টানই তাকে ‘মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার শক্তি যুগিয়েছে’।

৩৯ বছর বয়সী রাজু সরকার প্রায় পাঁচ মাস হাসপাতালে কাটিয়েছেন, এর অর্ধেক সময়ই তার পার হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে। সিঙ্গাপুরে প্রথম যে কয়েকজন বিদেশি কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের একজন রাজু সরকার।

ফেব্রুয়ারির প্রথম দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মে মাসের মাঝামাঝিতে তাকে টিটিএসএইচ পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। টিটিএসএইচের রেসপিরেটোরি অ্যান্ড ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. বেঞ্জামিন হো বলেন, এত দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর তার নাটকীয়ভাবে সেরে ওঠায় বিস্মিত চিকিৎসকরাও।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার সময় রাজু সরকার খুবই অসুস্থ ছিলেন এবং দুই বা তিন বার ‘মৃত্যুর খুব কাছাকাছি গিয়েছিলেন’। তার রক্তচাপ খুব কমে গিয়েছিল এবং তিনি অক্সিজেন নিতে পারছিলেনও খুব কম।

তিনি জানান, আমরা ভেবেছিলাম, তাকে অনেক দিন অক্সিজেন দেওয়া লাগবে এবং সিঙ্গাপুরে প্রথম দিকের মৃত্যুর একটি হবে বলে খুবই উদ্বিগ্ন ছিলাম।

ফিজিওথেরাপিস্ট সিমন লাউ জানান, এখানে আসার প্রথম দিকে হাঁটা-চলা করতে অন্য কারও সহায়তা নিতে হত তার। তার অবস্থা খুবই খারাপ হয়েছিল। আইসিইউতে দীর্ঘ দিন থাকার কারণে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তবে সুস্থ হয়ে উঠতে তিনি খবুই আন্তরিক ছিলেন। ব্যায়ামে খুব আগ্রহী ছিলেন, নিজের থেকে সেরে ওঠার চেষ্টা ছিল তার এবং এমনকি ওয়ার্ডে বিশ্রামে থাকার সময় নিজেই ব্যায়ামগুলো করতেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *