বাংলাদেশের সিলেট বিভাগের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। জকিগঞ্জ মূল শহরে সরকারি হাসপাতালের কাছে এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করা হয়েছে।
এটি বাংলাদেশের ২৮তম গ্যাস ক্ষেত্র। এখানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে ৪৮ বিলিয়ন ঘনফুট। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।
উত্তোলন শুরু হলে জাতীয় গ্রিডে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানা গেছে। সেই হিসাবে ১২-১৩ বছর ধরে এই গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা যাচ্ছে। আগামী ছয়মাসের মধ্যে জাতীয় গ্রিডে এই গ্যাস সংযুক্ত হতে পারে।
বাংলাদেশে বড় বড় বিদ্যুত্ কেন্দ্র, সার কারখানা তাছাড়া ছোট-বড় শিল্প এমনকি গৃহস্থালী কাজে গ্যাসের ওপর নির্ভরশীল।

