আর্ন্তজাতিক ডেস্ক- সুইস সরকার বুধবার জানিয়েছে, সুইচ ব্যাংকে সিরিয়ার ১১২ মিলিয়ন মার্কিন ডলার রয়েছে। যার অধিকাংশটুকু অনেক বছর ধরে হিমায়িত রয়েছে।
বুধবার সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স জানিয়েছে, ২০১১ সালের মার্চে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা গ্রহণের পর সুইস সরকার মোট তহবিলের উল্লেখযোগ্য অংশ হিমায়িত করে রেখেছে।
চলতি সপ্তাহে সূত্রটি আরো জানিয়েছে, সিরিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞার অধীনে আরো তিন ব্যক্তিকে যুক্ত করতে যাচ্ছে সুইস সরকার। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সুইস অর্থমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় বর্তমানে ৩১৮ জন ব্যক্তি ও ৮৭টি সংস্থা রয়েছে।
সুইস সরকার বাশার আল আসাদের কত টাকা হিমায়িত করেছে, এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ওই কর্মকর্তা কোনো উত্তর দিতে রাজি হননি।
সুইস পত্রিকা নেয়ু জেয়ুর্খ জেইটুং জানিয়েছে, সুইস আর্থিক প্রতিষ্ঠানগুলো অন্তত ১৪৭ মিলিয়ন ডলারের সিরীয় মুদ্রা হিমায়িত করে রেখেছে।