শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

সৌদিতে দুই পতিতালয় থেকে ৭ বাংলাদেশি গ্রেফতার

সৌদি আরবের দুটি পতিতালয় থেকে অভিযান চালিয়ে ৭ বাংলাদেশিসহ ১৭ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশটির রাজধানী রিয়াদ থেকে দক্ষিণে আল মানাখ জেলায় অবস্থিত ওই দুই পতিতালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

সৌদি পুলিশের দাবি, আল মানাখ জেলায় দুই বাংলাদেশি মিলে পতিতাবৃত্তির নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

সৌদি সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গৃহকর্মী নারীদের প্ররোচিত করে ওই দুই পতিতালয়ে তাদের যৌনকর্মী হিসেবে নিয়োগ দিতো চক্রটি।

এ বিষয়ে রিয়াদ পুলিশের মুখপাত্র কর্নেল শাকের আল তুওয়াইজরি বলেন, ‘আল মানাখ থেকে গ্রেফতার হওয়া হ৭ বাংলাদেশি সেখানে দুটি পতিতালয় তৈরি করে গৃহকর্মীদের যৌনকর্মী হিসেবে নিয়োগ দিয়ে ব্যবসা করতো।’

তিনি জানান, অভিযুক্ত ওই চক্রটি প্রথমে গৃহকর্মীদের তাদের মালিকের কাছ থেকে পালিয়ে আসার সুযোগ তৈরি করে দিতো। পরে তাদের নিয়ে এসে মানাখে পতিতাবৃত্তিতে বাধ্য করতো।

এরইমধ্যে ওই দুই পতিতালয় থেকে পতিতাবৃত্তির অভিযোগে ১০ নারীকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক।ব্রেকিংনিউজ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *