শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকী, সোশ্যাল মিডিয়ায় আবেগে ভাসল টলিউড তারকারা

সোমবার সকাল থেকেই যেন আকাশের মুখ গোমড়া করে থাকার মতোই গোটা বাংলা ফিল্ম জগতের তারকাদেরও মন খারাপ। কারণ আজ সবাই তাঁদের প্রিয় ‘‌অপু’‌কে ভীষণভাবে মিস করছেন। আসলে ভারতীয় সিনেমা তথা বাংলা সাহিত্যে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান কোনওভাবেই অনস্বীকার্য নয়।

তাঁর অভিনয়ের দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের তাঁর প্রেমে পড়তে বাধ্য করেছেন। এখনও বাংলা সিনেমা তথা ভারতীয় চলচ্চিত্রের রাজপুত্রকে ভুলতে পারেননি আপমর বাঙালি। আর তাই তো ১৫ নভেম্বর সকাল সকালই অনুরাগীরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় হারিয়ে গেলেন। এদিনই তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী ছিল।

সৌমিত্রকে শ্রদ্ধা জীতু কামালের

অভিনেতা জীতু কামাল, যাঁকে খুব শীঘ্রই সত্যজিত্‍ রায়ের চরিত্রে এক তথ্যচিত্রে দেখা যাবে, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক অনুগামীদের মধ্যে একজন। তিনিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি তাঁর পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সৌমিত্রর অপু চরিত্রের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘‌হারানোর এক বছর’‌।

জিতের শ্রদ্ধা নিবেদন

টলিউড অভিনেতা জিত, যাঁকে সম্প্রতি রিয়্যালিটি টিভি শো ‘‌ডান্স বাংলা ডান্স’‌-এ বিচারক হিসাবে দেখা যাচ্ছে, তিনিও সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় একটি ছবি পোস্ট করেছেন। তাঁর সঙ্গে প্রয়াত অভিনেতার খুব ভালো সম্পর্ক ছিল। এই অসাধারণ অভিনেতাকে নিয়ে জীত সর্বদাই গর্ব অনুভব করেছেন। সোশ্যাল মিডিয়ায় জিত ছবি দিয়েছেন, যেখানে তিনি সৌমিত্রকে জড়িয়ে ধরে রয়েছেন।

শ্রদ্ধা জানিয়েছেন যীশু সেনগুপ্ত ও কাঞ্চন মল্লিক

অভিনেতা তথা রাজনীতিবিদ কাঞ্চন মল্লিকও প্রয়াত অভিনেতার প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, যাঁকে বাংলা বিনোদন জগত্‍ ও বিশ্বের চলচ্চিত্র দরবারে অনবদ্য অবদানের জন্য সর্বদা মনে রাখা হবে। অপরদিকে অভিনেতা তথা সুপার সিঙ্গার সিজন ৩-এর সঞ্চালক যীশু সেনগুপ্ত এই কিংবদন্তী অভিনেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধনের কথা শেয়ার করেছেন। তিনি শ্রদ্ধা জানিয়েছেন বাঙালির ঘরের ছেলে অপুকে। সৌমিত্র ও যীশু সেনগুপ্ত একসঙ্গে অনেক ছবিতেই কাজ করেছেন এবং যীশু সব সময়ই সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের ভক্ত। প্রসঙ্গত, গত বছরই যীশুর অনুরোধেই সুপার সিঙ্গারের মঞ্চে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর গত বছরের ১৫ নভেম্বর প্রয়াত হন তিনি।

প্রসেনজিত্‍-এর পোস্ট

সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেজিত্‍-এর সম্পর্ক বহু পুরনো। একেবারে পারিবারিক সম্পর্ক যাকে বলে। প্রয়াত অভিনেতার সঙ্গে জৈষ্ঠ পুত্র সিনেমার একটি দৃশ্য শেয়ার করে প্রসেনজিত্‍ লেখেন, ‘‌তোমায় নতুন করে কি বলব কাকু? তুমি পথপ্রদর্শক, ভরসার জায়গা, ভালোবাসার জায়গা। তোমার অভিনয় দক্ষতা নিয়ে আমি কি বা বলতে পারি? সেটা তো গোটা দুনিয়া জানে। ভালো থেকো সৌমিত্র কাকু।’‌

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়

সত্যজিত্‍ রায়ের ‘‌অপুর সংসার’-এর অপু‌ থেকে ‘‌জয় বাবা ফেলুনাথ’‌-এর ফেলুদা, সব চরিত্রেই যেন সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণভাবে জীবন্ত। যখনই পর্দায় এসেছেন তিনি তাঁর সেরাটা দিয়ে গিয়েছেন। এরকম এক অভিনেতা, যাঁর মনোভাব ও কাজের প্রতি আবেগ যথেষ্ট অনুপ্রাণিত ছিল, গত বছর অসুস্থ না হওয়া পর্যন্ত তিনি সিনেমার শুটিং করে গিয়েছেন। সিনেমার পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায় নাটকের মঞ্চেও দাপিয়ে অভিনয় করেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *