শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

সৌরভকে খোঁচা দিলে, ঠিক সময়ে জবাব পেয়ে যাবেন!

সুখেন্দু সরকার: সৌরভের সঙ্গে ‘দাদাগিরি’! ফল মোটেও ভাল হবে না। কার্যত সকলকে সতর্ক করে দিলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর মতে, দাদাকে (সৌরভ গাঙ্গুলি) খোঁচানোর পরিমান ভালো হয় না, হাতেনাতে জবাব মেলে।

ম্যাচ গড়াপেটার কালো ছায়ায় জর্জরিত ভারতীয় ক্রিকেটের দায়িত্ব কাঁধে নিয়ে সৌরভ দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের পুনরুত্থান। সেই সৌরভ গাঙ্গুলির ভূয়সী প্রশংসা করলেন গ্রেম স্মিথ। একটি চ্যাট শো-তে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বলেন, “দাদার সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। প্রশাসনিক ব্যাপারে আমাদের মধ্যে টেলিফোনে কথা হয়। সৌরভ খুবই শান্ত স্বভাবের এবং সবসময়ই কথা বলতে আগ্রহী।”

অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে তাঁর খেলার অভিজ্ঞতা বেশ কমই। তবু যতটুকু মনে পড়ে তাতে সৌরভ কখনও স্মিথকে টসের জন্য অপেক্ষা করায়নি বলেই জানালেন। তিনি জানান, “সৌরভকে খোঁচা দিলে ঠিক সময়ে ও তার জবাব দিয়ে দেবে।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *