স্কটল্যান্ডে বসবাসকারী অন্য অঞ্চলের মানুষদের তুলনায় বাংলাদেশি প্রবাসীসহ দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূতরা নভেল করোনাভাইরাসে বেশি হারে মারা যাচ্ছেন বলে জানিয়েছে ন্যাশনাল রেকর্ডস ফর স্কটল্যান্ড (এনআরএস)।
বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর চলমান মহামারী কেমন প্রভাব ফেলছে সে বিষয়ে জরিপ করতে গিয়ে এমন তথ্য পেয়েছে এনআরএস। সেখানে দেখা গেছে, শ্বেতাঙ্গদের তুলনায় দক্ষিণ এশিয়ানদের মৃত্যু প্রায় দ্বিগুণ, ১.৯।
এর আগে ব্রিটেনের একটি গবেষণায় এমন তথ্য দেয়া হয়। এই দেশটিতেও শ্বেতাঙ্গদের থেকে বাংলাদেশি কমিউনিটির মানুষেরা দ্বিগুণ হারা মারা যাচ্ছেন।
কেন এমন হচ্ছে: এমন পরিণতির জন্য ব্রিটেনের প্রবাসীরা সরকারি বৈষম্যকে দায়ী করেছিলেন। গবেষকেরা আবার ডিএনএকে দায়ী করাসহ ‘স্কিনটোনের’র পার্থক্যের কথা বলছেন।
ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর অ্যাড্রিয়ান মার্টিনিউ ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসকে বলেন, ‘এই অঞ্চলের মানুষের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি আছে। এ কারণে নভেল করোনাভাইরাস তাদের বেশি ক্ষতি করছে।’
মার্টিনিউ বলছেন, ‘এই সমস্যার কারণে তাদের ত্বকে একটা প্রভাব দেখা যায়। যাকে আমরা স্কিনটোনের প্রভাব বলি।’
‘ভিটামিন ডি-র ঘাটতি থাকলে ত্বকের রংয়ে প্রভাব পড়ে। সেটি তখন চামড়ায় ভিটামিন ডি সংশ্লেষণে সূর্যরশ্মির আল্ট্রভায়োলেট বি-কে বাধা দেয়। কৃষ্ণাঙ্গ এবং এশিয়ানদের ক্ষেত্রে এটি বেশি হয়।’
‘আমরা জানি অ্যান্টিভাইরাল সমস্যার ক্ষেত্রে ইমিউনিটি ভালো কাজ করতে হলে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

