শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

স্কুল পড়ুয়াদের জন্য চালু হল নিয়মিত অনলাইন ক্লাস

স্কুলশিক্ষা দফতর ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন লাইভ অনলাইন ক্লাস সম্প্রচার করছে।

বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে স্কুলপড়ুয়াদের জন্য নিয়মিত অনলাইন ক্লাস শুরু হয়েছে ত্রিপুরায়। 

দফতরের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের জেরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে ক্লাসরুমের মতো নিয়মিত পঠনপাঠন অনুসরণ করা সম্ভব হচ্ছে না শিক্ষার্থীদের পক্ষে। ছাত্রছাত্রীরা যাতে নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেস সে জন্য স্কুলশিক্ষা দফতর ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন লাইভ অনলাইন ক্লাস সম্প্রচার করছে।

প্রতিদিন চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিকেল তিনটে থেকে চারটে ক্লাস হচ্ছে নিউজ ভ্যানগার্ড চ্যানেলে। বিকেল চারটে থেকে পাঁচ টা ক্লাস হচ্ছে পি বি চ্যানেলে। দুপুর ১২টা থেকে ১টা ক্লাস হচ্ছে নিউজ আইকনে, দুটো থেকে তিনটে দৃষ্টি চ্যানেলে, চারটে থেকে পাঁচটা লাইভ ২৪ এ ক্লাসের আয়োজন করা হয়েছে।

দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ও ক্লাসের আয়োজন করা হয়েছে। সৃষ্টি ত্রিপুরা, নিউজ টুডে চ্যানেল, হেড লাইন স ত্রিপুরা চ্যানেল, মৃণালিনী এ এন এন এবং আওয়াজ চ্যানেল-এ দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *