শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

স্কুল বন্ধ রেখে প্রাঙ্গণে বিয়ে, কর্মকর্তা বললেন ‘কিছু্ করার নেই’

বরিশাল নগরীর একটি সরকারি স্কুল বন্ধ রেখে আয়োজন হয়েছে বিয়ে অনুষ্ঠানের। ‘প্রভাবশালী’ এক ব্যক্তির মেয়ের ওই বিয়ের অনুষ্ঠান আয়োজনে অনুমতি দেয় স্কুল কমিটি। এতে ‘সামান্য সমস্যা’ হলেও তাদের কিছু করার নেই বলে দাবি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বেলতলায় মোফাজ্জেল হোসেন খান সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ ও ক্লাসরুম দখল করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই এলাকার ইয়ার সিকদারের মেয়ের বিয়ের অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরবেলা। এ উপলক্ষে গত তিনদিন যাবত চলছে আয়োজন।

এ অনুষ্ঠানের বিষয়ে মোফাজ্জেল হোসেন খান সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশ্রফুজ্জান খান রনির কাছে জানতে চাইলে তিনি বলেন, গবিবের মেয়ের বিয়ে তাই মানবিক দিক থেকে তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। কিন্তু খোঁজখবর নিয়ে সভাপতির এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

ইয়ার সিকদার ওই এলাকার একজন ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তি। তাই তিনি স্কুল বন্ধ রেখে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন। এ বিষয় ইয়ার সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্কুল কমিটির অনুমতি নিয়েই মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছি। এ অনুষ্ঠানে এক হাজার থেকে ১২ শ মেহমান থাকবেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার বলেন, মাধ্যমিক স্কুল কমিটি এ বিয়ে অনুষ্ঠানের পারমিশন দিয়েছে। তিনি আরো বলেন এতে করে আমাদের সামান্য সমস্যা হলেও কিছু করার নেই।

বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে স্কুল বন্ধ রেখে যদি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় অবশ্যই সেটা নিয়মবহির্ভূত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *